হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যালটির শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রায় ৫ মাস ধরে স্কুলের সামনে এই জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পানির কারনে তারা ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছেন না।অনেকে পিচ্ছিল মাঠে মাঠে হুচট খেয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন।
প্রসঙ্গত,এই বিদ্যালয়টি বিগত ২০২৪ সালে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়।
স্কুলটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না।আমাদের ভীষণ সমস্যা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সোয়াবই গ্রামের মইদর আলীর পুত্র নজরুল মিয়া ইচ্ছাকৃতভাবে পানি নিষ্কাশনের পথ মাটি ফেলে বন্ধ করে দিয়েছে। তাকে বারবার বলা হলেও সে কোন কথা কানে নিচ্ছে না।
এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন জানান, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইউএনও স্যারের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছি। আমরা কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম জানান, খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।