28.3 C
Dhaka
Sunday, July 27, 2025

৮ম শ্রেণির ছাত্রী মাহিয়ার নিথর দেহ ফিরল চুয়াডাঙ্গায়, দাফন নানা বাড়িতে…

নিউজ ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান...

পাঁচ মাস ধরে স্কুল প্রাঙ্গণে জলাবদ্ধতা বেহাল, দুর্ভোগে শিক্ষার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই...

সিলেটে লেগুনা-অটোরিকশার প্রাণ গেল দু’জনের

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে লেগুনা-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

রাজধানীর হাতিরঝিলে হতে যাচ্ছে বাঘের জন্য দৌড়

খেলাধুলারাজধানীর হাতিরঝিলে হতে যাচ্ছে বাঘের জন্য দৌড়

২5 জুলাই ২০২৫,শুক্রবার

নিউজ ডেস্ক:

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘আন্তর্জাতিক বাঘ দিবস’ উপলক্ষে আগামী ২৬ জুলাই রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’।

এ উপলক্ষ্যে চ্যানেল আই এর মুস্তাফা মনোয়ার স্টুডিওতে আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ এর বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্যানটোনিক্স টাইগার রান ঢাকা২০২৫

সংবাদ সম্মেলনের শুরুতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু বলেন, এমন একটি প্রাণী নিয়ে আমরা ম্যারাথন করতে যাচ্ছি সুন্দরবন থেকে যার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে বাঘকে রক্ষা করা জরুরি।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ মিনি ম্যারাথনের আয়োজন করেছি একটি কারণে, যেন সচেতনতা বৃদ্ধি পায় এবং বাংলাদেশের গর্বের প্রানী, শৌর্য-বীর্যের প্রতীক সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে ও বংশ বৃদ্ধি হয় এবং আমরা যেন তাদেরকে আমাদের পাশেই রাখতে পারি।

সুন্দরবন অনেকটা টিকে আছে বাঘের কারণে উল্লেখ করে প্রকৃতিবন্ধু বলেন, বাঘ যদি না থাকতো সুন্দরবনের গাছ ও জীববৈচিত্র রক্ষা করা যেত না। আমরা অনেকেই বাঘকে ভয় পাই, বাঘ নিয়ে আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। কিন্তু প্রত্যেকটি প্রাণীরই প্রয়োজন আছে এই পৃথিবীতে। একটি প্রাণী কমে গেলে সে প্রাণী যে ধরণের কাজ করে সেই কাজটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সুতরাং আমাদের চারপাশে যে ধরণের প্রাণী আছে সবাইকে রক্ষা করতে হবে। বাংলাদেশে এখন সর্বসাকুল্যে খুব বেশি হলে ১১৮ টার মতো বাঘ আছে সুন্দরবনে। যেটা ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে বের করা হয়েছে। হয়তো কিছু কমবেশি হতে পারে।

২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস হলেও ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ ২৬ জুলাই করার কারণ উল্লেখ করে মুকিত মজুমদার বাবু বলেন, সচেতনতা তৈরির জন্যই আমরা ২৬ জুলাই মিনি ম্যারাথনের আয়োজন করেছি। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ২৯ জুলাইও আমাদের কর্মসূচি থাকবে।

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ অংশগ্রহণ করা যাবে বলে জানান মুকিত মজুমদার বাবু।

সেফ এর প্রধান নির্বাহী মশিউর খন্দকার অনুষ্ঠান সূচির বিস্তারিত তুলে ধরে বলেন, ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ খুব সকালে শুরু হবে, যেহেতু গ্রীষ্মের সময় তাই রোদের তাপ বেড়ে গেলে দৌড়ানো কষ্টকর হবে।

সকাল ৫.৩০ মিনি ম্যারাথন শুরু হবে। পুরুষ এবং মহিলাদের ১ রাউট ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন হবে। বড়োদের দৌড় শেষে ছোটদের ম্যারাথন শুরু হবে সকাল ৭টা /৭.৩০ মিনিটে।

সকাল ৮ টায় পুরস্কার বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য থাকবে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি।

এছাড়া শিশুদের দুই ক্যাটাগরিতে (৬-১০ ও ১১-১৪ বছর) চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য থাকবে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকার প্রাইজমানি জেতার সুযোগ।

ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে আন্তর্জাতিক মানের মেডেল, টিশার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক ও সার্টিফিকেট।

টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক এহসান আজিজ বলেন, ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫ এ ’ইনসেপ্টা সম্পৃক্ত হতে পেরে খুবই  আনন্দিত।

তিনি বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমান খুবই কম। আমাদের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, সুন্দরবনকে রক্ষা করতে হলে আমাদের বাঘ রক্ষা করতে হবে। এই জিনিসটা যদি আমরা সবাই বুঝি তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে প্রতি বছর আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫’ ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এই আয়োজন তরুণদের মধ্যে খুব আগ্রহ সৃষ্টি করেছে এবং আমি আশা করছি খুব ভালো একটি অনুষ্ঠান হবে।

মনিরুল এইচ খান বলেন, ৫০ এর দশকে বাংলাদেশের প্রায় সব বনেই বাঘ ছিল। এমনকি ঢাকার কাছে সাভারেও বাঘ ছিল। সেই বাঘ এখন কোনঠাসা হয়ে শুধুমাত্র সুন্দরবনেই আছে। সুন্দরবনে বাঘ যে খুব ভালো অবস্থায় আছে সেটাও বলা যাবেনা। যদিও সরকারি বেসরকারি বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা চলছে বাঘকে টিকিয়ে রাখার জন্য।

অধ্যাপক মনিরুল এইচ খান ধন্যবাদ জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠাটি আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

সংবাদ সম্মেলনে ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য মেডেল, টিশার্ট, ক্যাপ ও ব্যাকপ্যাক উন্মোচন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles