বিশেষ প্রতিনিধি: ২৬ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে অপটিমিষ্ঠস্ এর উদ্যোগে ১৩৬ জন ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান দেওয়া হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভানভীর হোসেন। সমন্বয়কারী নুরজাহান সুহারার সভাপতিত্বে ও নুছরাত খানম নউশিন এর সাঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর পরিচালক বকসি ইকবাল আহমদ, সদর উপজেলা শিক্ষা অফিসার এ.এস.এম নাজমূল হক, মোঃ আনোয়ার মিয়া উপদেষ্টা অপটিমিষ্ঠস্, কামাল আহমদ বাবু, মো: আনোয়ার, শামীম আহমদ, আজমল আহমদ, সাঈদুল করিম, গোলাম কবির সিকদার বাবু প্রমুখ।