back to top
32.7 C
Dhaka
Sunday, July 27, 2025

মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা:

অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে...

রাজধানীর হাতিরঝিলে হতে যাচ্ছে বাঘের জন্য দৌড়

২5 জুলাই ২০২৫,শুক্রবার নিউজ ডেস্ক: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের...

সিলেটে লেগুনা-অটোরিকশার প্রাণ গেল দু’জনের

জেলার খবরসিলেটে লেগুনা-অটোরিকশার প্রাণ গেল দু’জনের

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে লেগুনা-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত 2 , আহত ৬ |

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে৷

নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)। আহতরা হলেন, দিরাই উপজেলার ভাঙাডর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের দিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৭ জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে এক শিশু নিহত হয়৷ অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন৷

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles