back to top
26.1 C
Dhaka
Wednesday, July 30, 2025

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও...

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার: শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি পেলেন শিক্ষক-প্রতিষ্ঠান...

কুলাউড়ার ভাটারায় সড়ক দুর্ঘটনায় আহত বরমচাল বাজারের ব্যবসায়ী মৃত্যু

স্টাফরিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারে এক...

বন্দুকধারীর গুলিতে নিউইয়র্কে নিহত হলেন পুলিশ কর্মর্কতা কুলাউড়ার যুবক রতন

জাতীয়আইন আদালতবন্দুকধারীর গুলিতে নিউইয়র্কে নিহত হলেন পুলিশ কর্মর্কতা কুলাউড়ার যুবক রতন

স্টাফ রিপোটারঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউর করপোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিদারুল ইসলাম (৩৬) সহ চারজন নিহত ও পাঁচজনের বেশি আহত হয়েছেন বলে জানাযায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালান।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, ঘটনা ঘটানোর এক ঘণ্টা আগে শেন তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসেন। তামুরা বহুতল করপোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে। তবে দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে লড়াই করে মারা যান।

জানা যায়, দিদারুল ইসলাম প্রায় চার বছর ধরে নিউইয়র্ক পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তাঁর পরিবারে মা–বাবা, স্ত্রী ও দুই সন্তান আছেন। তাঁর স্ত্রী এখন ৮ মাসের সন্তানসম্ভবা। ব্রংস বরোর পার্চেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। আর তাঁর কর্মস্থল ছিল ব্রংসের ৪৭ প্রিসেন্ট। সোমবার মধ্যরাতে তাঁরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। নিউইয়র্কে বৃহস্পতিবার তাঁর জানাজা হতে পারে।

নিহত দিদারুল ইসলাম ওরফে রতন বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের ৪ নং ওয়ার্ডে মাগুরা আবাসিক এলাকার ১৯৩ নং বাসা নাঈমা নীড়ের বাসিন্দা।

হামলায় দিদারুল ইসলামের নিহত হওয়ার খবর শুনে তাঁর বাবা আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সরেজমিন মঙ্গলবার দুপুরে কুলাউড়ায় দিদারুল ইসলামের বাসায় গেলে দেখা যায় শুনশান নীরবতা। বাসার ২য় তলা খালি। দেশে আসলে এই বাসায় থাকেন দিদারুল ইসলামের পরিবারের লোকজন। তাঁর ফুফাতো ভাই আব্দুল কাইয়ুম জানান, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চলতি বছর মার্চেই তারা দেশে এসেছিলেন। তাঁর অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টিমেন্ট তাদের ফেইসবুকে জানিয়েছে, পুলিশ অফিসার দিদারুল ইসলাম আমাদের বিভাগের সেরাদের প্রতিনিধিত্ব করেন।
আজ যখন তার জীবন মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল, তখন তিনি নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করছিলেন।
দিদারুলের অকাল মৃত্যুতে আমেরিকায় বসবাসকারি কুলাউড়াবাসি শোক ও সন্তন্ত পরিবারের প্রতি গভীর সম বেদনা জানিয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles