স্টাফরিপোটারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন বরমচাল বাজারের ব্যবসায়ী তেরাব আলী (৬৫)।
ঘটনাটি ঘটে গতকাল ২৭ জুলাই (শনিবার) সন্ধ্যায় ভাটেরা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর স্হানীয়রা আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় একদিন চিকিৎসাধীন থাকার পর ২৮ জুলাই (রবিবার) সন্ধ্যায় তিনি মারা যান।
তেরাব আলীর বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর গ্রামে। তিনি বরমচাল বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।