ষ্টাফ রিপোর্টার: শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি পেলেন শিক্ষক-প্রতিষ্ঠান । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (এসইডিপি) স্কিম’-এর আওতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও শিক্ষকদের পুরস্কৃত করা হয়েছে।
মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারফরম্যান্স বেজড গ্র্যান্টস কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেমন মানোন্নয়নে উদ্বুদ্ধ হচ্ছে, তেমনি শিক্ষকদের মধ্যেও পেশাগত দায়বদ্ধতা ও প্রতিযোগিতার চেতনা সৃষ্টি হচ্ছে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।